মধ্যবিত্ত আর বেকারত্ব!বড় অভিশপ্ত জীবন!
এ জীবনে স্বপ্ন দেখা!সবই যেন বারণ।
বুকে যত স্বপ্ন আশা!উপরে যাওয়ার নেশা!
বেলা গড়িয়ে কষ্ট মনে!সবই যেন হতাশা।


গভীর রাতে হৃদয় কাদে!কষ্টে ঝরে আঁখি!
ভাবনা চিন্তায় জেগে থাকি!যেন রাত জাগা পাখি।


জানি না আর কত কাল!চলবে এই করুণ হাল!
কবে দুঃখ গুচে মুক্ত হবো!খোজে পাবো সুখের ডাল।
আশায় আশায় দিন চলে যায়!তবু স্বপ্নের পথে হেটে চলা!
যদি খুঁজে পাই স্বপ্নের দেখা!আমি এক স্বপ্নের ফেরিওয়ালা।