যোগ্যরা আজ হারিয়ে যাচ্ছে
অযোগ্যদের ভীরে।
কত চাপা কষ্ট!চাপা আছে
বুকের গভীরে।


সর্বত্র আজ ছেঁয়ে গেছে
অযোগ্যদের বিচরণ।
যোগ্যরা আজ লাঞ্ছিত হচ্ছে
কারণ অকারণ।


নম্র,ভদ্র,জ্ঞানী,গুনি জন
অযোগ্যদের হাতে হচ্ছে নিয়ন্ত্রণ।
যোগ্যরা হচ্ছে কোণঠাসা
তারা হচ্ছে আরও ক্ষমতায়ণ।


থানা পুলিশ,অফিস আদালতে
নিয়ন্ত্রণ চলে অযোগ্যদের হাতে।
তাই তো আজ  কত জনে!
ফেঁসে যাচ্ছে তাদের কারসাজিতে।


জ্ঞানী,গুণী সম্মানহানির ভয়ে
মুখ বুঝে যাচ্ছে সব সয়ে।
যদি চলতে থাকে এই দুঃশাসন
ঠিক একদিন থমকে যাবে সকল উন্নয়ন।


তাই সবাই মিলে রুখতে হবে
অযোগ্যদের নিয়ন্ত্রণ।
উন্নয়ন ধারা অব্যাহত রাখতে
করতে হবে পণ।