আমি যে প্রেমে পড়েছি
মায়াবতী এক ররমণীর প্রেমে।
তাহার মায়া ভরা দেহের ভাজে ভাজে
স্বপ্ন বুনি আমি কল্পনার জগতে।


আমি যে প্রেমে পড়েছি।
মায়াবতী এক রমণীর প্রেমে।
তাহার চলার ছন্দে ছন্দে
সোরা পান করি আমি মনের আনন্দে।
তাহার তীক্ষ্ণ বাঁকা চাহনি
কামনার বাসনায় বুকে লয় টানি।


আমি যে প্রেমে পড়েছি।
মায়াবতী এক রমণীর প্রেমে।
যে কামুক উত্তাল ডেউয়ের সাগরে।
ভাসিয়ে বেড়াই মোর দিবানিশি ভরে।
তাহার দীঘল কালো কেশ,গোলাপি মিষ্টি ওষ্ঠদ্বয়।
ঘুম কাড়িয়া মোর করেছে পাগল।


আমি যে প্রেমে পড়েছি।
মায়াবতী এক রমণীর প্রেমে।
যে ঘুমের ঘরেও তাড়িয়ে বেড়াই
রসালো দেহের কামুক তাড়নায়।
তাহাকে ছাড়া বুঝি এখন বাঁচা বড় দায়।