যত পথে,যত দূর,যত হেটে যাই
কোন পথে সুখ পাখির দেখা নাহি পাই।
জানি না আর কত,কত পথে,কত দূর?
পাড়ি দিলে ফিরে আসবে সুখের সুর।
আমি আজ ক্লান্ত এক অভাগা পথিক
হাটতে হাটতে পথ খোঁজে পাইনি ঠিক।
যে পথেই চলেছি একটু সুখের আশায়
সে পথেই দুঃখ তরঙ্গ খেলা করে হায়।
আর কোনবা পথে চলবো বলো ওহে সুখ পাখি
ভাবতে ভাবতে অশ্রুস্রোতে ভাসে দু আখি।
বেলা গড়িয়ে সন্ধ্যা নামে,চারদিক শুধুই অন্ধকার
বুঝি এ জীবনে সুখ পাখি ধরা দিবে না আর।
তবুও সুখের আশায় অন্ধকারে পথ চলি একা
যদি খোঁজে পাই একটুখানি সুখ পাখির দেখা।
রাত্রি গড়িয়ে দিন আসে দিন গড়িয়ে রাত
সময় গড়িয়ে বেড়েই চলেছে কষ্টের উৎপাত।