চারিদিকে চলছে কত?
অন্যায় অবিচার।
দেখার কেহ নাই!
সহজ সরল মানুষগুলোকে প্রশাসন
নীয়ম নীতি আর আইন দেখায়।


চারদিকে চলছে কত?
সরকারি অর্থ লোটের মহোৎসব।
প্রশাসন দেখেও ঘাবড়ি মেরে
রয়েছে নিরব।
সহজ সরল মানুষগুলো মেহনত করে খায়।
সেখানে গিয়ে প্রশাসন
নীয়ম নীতি আর আইন দেখায়।


অর্থ লোটের
অর্থের লোভে
টেবিলের নীচে হাত বাড়িয়ে
ভাগ বাটোয়ারা খায়।
ঘুরে এসে উল্টো দিকে
সহজ সরল মানুষগুলোকে প্রশাসন
নীয়ম নীতি আর আইন দেখায়।


এদেশে চলছে যে কত?
অন্যায় অবিচার।
কালো টাকায় কত জনে
গড়ছে সম্পদের পাহাড়।
সে সব দেখার কেহ নাই।
সহজ সরল মানুষগুলোকে প্রশাসন
নীয়ম নীতি আর আইন দেখায়।


দেশের লাখো কোটি বেকার
খোজে মরে আকার।
মেধার জোরে প্রথম হয়েও
চাকরি নাহি পায়।
সহজ সরল মানুষগুলোকে প্রশাসন
নীয়ম নীতি আর আইন দেখায়।


কোথায় নিয়ম নীতি?
আইন-কানুন কোথায়?
গুনীমান্যি বিজ্ঞ জনের কাছে
সহজ সরল মানুষগুলো আজ
জানিতে চায়!