এল ফাল্গুন!বসন্তের আগমন
চারদিকে ফুলের সুভাসে!
ভ্রমর করে গুনগুন।


প্রজাপতি মৌমাছি!
পাহারা দেয় কাঁঠালের মোচি।
আমের গাছেও ফুটেছে ফুল!
নামটি তাহার বাহারি বৌল।


ভুল করে বলে গাঁদা!
সে সকল ফুলের দাদা।
রাজা মশাই তাই শুনে!
রেগে আছে মনে মনে।


গোলাপ বলে আমি রাজা!
গাঁদা ফুল হল প্রজা।
শিমুল,পারুল,কৃষ্ণচূড়া!
তারাও তাকে দিচ্ছে সাড়া।


হাসনা হেনার ফুলের গন্ধে!
প্রকৃতি আছে মহা আনন্দে।
আনন্দে উল্লাসে ফিরে এসেছে ধরা!
প্রকৃতি মা দিচ্ছে তাই সবুজের মহারা।