রাগে,ক্ষোভে,দম্ব,অহংকারে
হিংসা-বিদেষ পূর্ণ যার অন্তরে।
কে বলে মানুষ তারে?
এই ভূবণ সংসারে।


অন্যর ভাল দেখে
নিজের গা জ্বলে।
প্রতিহিংসার অগ্নিকণায়
পুড়ে তিলে তিলে।


হিংসা নিয়ে ভাবনা মনে
শত্রুর জাল বুনে।
একটু ক্ষতি করতে পারলে
সুখ জুটে প্রাণে।


বসে বসে সর্বক্ষণ
মনে মনে করে পণ।
কেমন করে ঘটাবে মন
প্রতিপক্ষের ক্ষতির সন্ধিক্ষণ।


ক্ষতির শেষে হিসাব কষে
মাথায় বাজ অবশেষে।
অন্যর ক্ষতি করতে গিয়ে
নিজেই গিয়েছে পিষে।


সব হারিয়ে শূন্য হাতে
ঘুরে পথে পথে।
শত্রু শত্রু খেলতে গিয়ে
হেরে গেল শত্রুর সাথে।


অন্যর অনিষ্ট যে চায়
তারই ক্ষতি হয়।
শত্রু সে তো অক্ষয়
হয় সততার জয়।