জয়ের ধ্বনি!
অবাক বাণী!
যত শুনি তৃষ্ণা মিটে না।


জয়ের কোলে!কত ছেলে?
জীবন দিল অকালে।
সাগর জলে!রক্ত ফেলে!
মুক্তা আনে!ছিন্ন প্রাণে!
পিছপা হয় না।


রফিক-শফিক,সালাম-বরকত!
রেখে গেছে তার রেখা।
সে পথের সুত্র ধরেই!
স্বাধীনতার দেখা।


যুগে-যুগে কত শত্রু?
এসেছিল ভীড়ে!
দামাল ছেলের রক্তের কাছে!
গেছে তারা হেরে।


হেরে গিয়ে ফিরে গেছে!
দুঃখটুকু কেড়ে।
আনন্দ সুখে ভরে গেছে!
বাংলা মার নীড়ে।