আমি কবি তাই কবিতার প্রেমে পড়েছি
মনে যত আনন্দ বেদনা কষ্টের খেলা
ছন্দে ছন্দে হৃদয়ে মাঝে দিয়ে যায় দোলা
সে ছন্দ লিখে প্রকাশ করে কবি হয়েছি।
যে কথাগুলো মুখে বলিতে নাহি পারছি
বুকের মাঝে জমা করিয়া দিয়েছি তালা
কবিতা হয়ে ঝরে পড়ছে সে কথামালা
তাই ডাইরি পাতায় লিখে জমা করেছি।


মোর না বলা কথাগুলো কবিতার মাঝে
সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে যতনে
নীল খামে পাঠিয়ে দিলাম তোমার কাছে।
যদি কখনো খুজে পাও কবিতার ভাজে
তোমার জন্যই সকল স্বপ্ন ছিল প্রাণে
কবিতায় খুঁজে নিও ভোর,দুপর,সাঝেঁ।


অন্তমিল [ABBA+ABBA+CDC+CDC]