কবি সে তো এক বড় উপাধি
কেউ প্রেমী কেউ বা বিদ্রোহী।
আমি তো না প্রেমী না বিদ্রোহী
তাই কবি হওয়ার স্বপ্ন দেখিনি।


কবি হওয়া কি মুখের কথা
দরকার একটি বিশুদ্ধ আত্না।
চাই ত্যাগ আর কঠিন সাধনা
ধৈর্য,কষ্ট ছাড়া কেউ কবি হয় না।


দু চার লাইন ছন্দ লিখলে যদি কবি হত
সবাই মোরা কবি হতাম এ বিশ্বে মানুষ যত।
সাধ্য নাই আমার কবি হওয়ার মত
তাইতো চেষ্টা করিনি কবি হওয়ার ব্রত।


স্রষ্টার সৃষ্টির যারা জয়গান গায়
ছন্দে ছন্দে ফুটিয়ে তুলে রুপের মহিমায়।
সেই সাধকদের সমকক্ষ ভাবা সাহস আমার নাই
আমি শুধু তাই সেই পবিত্র আত্নার দর্শন চাই।


যার মনে রয়েছে লোভ,লালসা,হিংসা
নাম,যশ,খ্যাতি,অর্থ,প্রাচুর্যের ইচ্ছা!
সে কেমন করে পবিত্র আত্না হয়
তাই তো বলি কবি হওয়া সহজ কথা নয়।