লও ঠ্যালা!
করোনা কে করে অবহেলা
প্রাইভেট কোম্পানি,গার্মেন্টস খোলা!


সকল বাধা বিপত্তি ফেলে
লকডাউন ভঙ্গ করে যেতে হবে চলে।
জাতি জানতে চায় লকডাউন কাকে বলে???


পরিবহন সব বন্ধ!
তবুও যেতে হবে -
চাকরী বাঁচানোর জন্য।


চলছে সরকারি সাধারণ ছুটি
স্কুল,কলেজ সকল প্রতিষ্ঠান বন্ধ।
তাহলে কি গার্মেন্টস করোনা মুক্ত?


রাস্তা ঘাটে দু জন চললেই জরিমানা
ঘরেই থাকেন সবাই
নয়লে করোনা দিবে হানা।


তাহলে কেন এই গার্মেন্টস কর্মীদের নিয়ে
এত টানাহ্যাঁচড়া নানা বাহনা।
তারা কি মানুষ না।


চলেন সবাই  মেনে চলি
সকল নিয়ম নীতি,স্বাস্থ্য বিধি
বন্ধ করি জনসমাগম,করমর্দন,কোলাকুলি।


সকলে সচেতন না হলে
পড়তে হবে করোনার ভয়াল কবলে।
আক্রান্ত দেশগুলোর জরিপ তাই বলে।


তাই চলুন ঘরে থাকি!সুস্থ থাকি!
পাড়াপড়শির খোজ রাখি।
কেউ যেন অনাহারে না থাকে।