রাতের মধ্য প্রহরে নানা সাজে
পুরাতনকে ছেড়ে নতুনের মাঝে।
আনন্দ সুখের উল্লাসে
ধরণীধর উঠেছে নেচে।


এক নিমিষে সারা বিশ্বে
পুরাতনকে ঝেড়ে ফেলে।
নানা উৎসব,আয়োজন
মুখরিত হয়েছে ধরা তালে তালে।


কত সুখ-দুখ,আনন্দ-বেদনা?
পাওয়া না পাওয়ার সমীকরণে
মিশে ছিল জীবনে।


কারণে,অকারণে
অতৃপ্ত মনে।
হাসি কান্না লেগেই ছিল পুরাতনে।


আজ পুরাতন কে ভুলে
নতুন দিনের আগমনে।
নতুন সূর্য দেখবো বলে
বসে আছি প্রতিপক্ষীয় নয়নে।


নতুন সূর্যের আলোর হাতছানিতে
নতুন একটি সকাল হবে।
নতুন ফুলে, পাখির গানে
দুঃখ ঘুচে,দুলা দিয়ে যাবে প্রাণে।


নতুন বছর,নতুন দিনে
প্রার্থনা করি করুণ মনে।
আনন্দ সুখে যাক ভরে
শান্তির হাওয়া বিশ্ব জুড়ে।