নীল আসমানে চাঁদ উঠেছে
মুসলিমের ঘরে খুশির ঢল লেগেছে।
এই যে মুসলিমের চাঁদ
কাফিরের মনে বিষাদ।


রমজানের তরে
মোয়াজ্জিন ডাকে ঘুমের ঘরে।
বিছানা ছাড়ো ওহে রমজানের রোযাদারী
পানাহার করো সে্হরী।
এই যে রহমতের মাস!
মাগফিরাত আর নাজাতের মাস!
পুরষ্কিত হইবে পরবাস।


এই বরকতময় মাসের তরে
আমল করো হিয়া ভরে!
শত্তুর গুণ ভারী হবে মিযান!
কঠিন হাশরে।


হাজারো কষ্টের বিনিময়
রোযা যেন পূর্ণতা হয়।
দেহ-মনে যদি থাকে নেক শক্তি
আখিরাতে পাবে চির মুক্তি।


ইফতারের সময়
হবে রোজাদারের জয়।
রসুলুল্লাহর কথা মিথ্যা নয়
চিরন্তন বাণী!চির অক্ষয়।


রমজানের তারাবীহ পড়ে!
খোদার পাক দরবারে।
প্রার্থনা করো দুহাত তুলে!
চক্ষু জল ফেলে।
মানবকুল যেন জান্নাতবাসী হয়
তিনি মহান!তিনি দয়াময়!
কবুল করিবেন নিশ্চয়।


রচনাকালঃ ১৯ রমজান ২০১২ ইং