কামনার বাসনায় উত্তাল সাগরে
হারিয়ে যায় ভ্রমর মধুর নেশায়।
ঢেউয়ের তালে তালে দুমড়ে মুচড়ে
আছড়ে খামচে পড়ে বারে বারে হায়।
শক্ত হস্তে মাঝি ধরে পাল,মারে ঠেলা
ক্লান্ত মনে!উত্তপ্ত দেহে!জোড়ছে ভায়
বাহু বলে!সর্বত্র চলে!হালের খেলা!
কিনারায় ভিড়ার প্রাণপণ চেষ্টায়।


সাগরের তলদেশে মৃদু ভূমিকম্পে
ফুলে ফেপে জোয়ারের আবির্ভাব ঘটে।
আগ্নেয়গিরি উত্তপ্ত হয়ে তীব্র বেগে!
মাধ্যাকর্ষণে ছুটে চলে কেন্দ্রের দিকে।
মাঝির জরাজীর্ণ দেহাবশেষ নুয়ে!
সুখের জোয়ারে ভাসে!মিষ্টি সুখ পেয়ে।


ছন্দ[কগ+খঘ+ঙছ+চজ]+[কখ+গঘ+ঙচ]