ওরে নবীন!ওরে প্রবীণ!
ঘুরিস কেন বীন বীন?
লক্ষ করে দেখ চক্ষু খুলে
পাশে যারা ছিল গন্তব্যে গেছে চলে!
মাত্র অধমরাই অন্ধকারে পড়ে আছে।
তাড়াতাড়ি চল!দেহে রাখিয়া মনোবল।


রক্তে লাল হয়েছে পশ্চিম দিগন্ত
ক্ষণেক পরেই বেলা যাবে অস্ত।
এখনি সময়!হস্তে নিতে জয়।
যদি তিমির আসে নেমে!সবকিছু যাবে থেমে
অনন্ত সময় কাটাতে হবে ঘুমে আর ঘুমে।
তাড়াতাড়ি চল!দেহে রাখিয়া মনোবল।