এসো বর্ষা এসো মেঘগুচ্ছ হতে বৃষ্টি হয়ে ---
ঝরো ঝরো ধারায়  ঝরো উত্তপ্ত মোর গায়ে ।
এসো সিক্ত হবো তব শীতল বারি ধারায় ,
তব পরশে জাগবে প্রেম মোর দেহ-কায়ায় ।
ওষ্ঠ মোর কাষ্ঠ হয়েছে এসো করবো চুম্বন !
তুমি আসলে দেখব পেখম মেলা ময়ূরের নাচন ,
কর্ণ মোর করবে শ্রবণ ব্যাঙের বকবকানি ,
তাইতো তোমায় করি আবাহন দিয়ে হাতছানি ।
তুমি আসলে ভিজবে গ্রাম, ভিজবে শহর ,
ভিজবে মাটির মধ্যে নিমগ্ন তরুর শিকড় ,
নদী পাবে হারানো স্রোত, ঝর্ণা পাবে যৌবন ,
চাষার মুখে ফুটবে হাসি; খেতে করবে কর্ষণ ,
ঝলসানো ঘাস,পাতা হবে ফের সবুজ ।
দেখবো আমি তোমায় হয়ে অবুধ-অবুঝ !
বর্ষা তুমি আসলে গায়ে জাগবে শিহরণ !
এসো বর্ষা এই পৃথ্বীতলে দিলাম আবাহন ।