আমি এক অন্যায় প্রতিবাদের মিছিল ।
আমার মাঝে ঘটে শত শত জনতার মিল ।
থাক ,আমার সম্মুখে যতই বাঁধ --
তবু আমি জন বন্যা নিয়ে অন্যায়ের করি প্রতিবাদ ।
এই দিক হতে ঐদিক সবই কম্পমান ;
ঊর্ধ্বশ্বাসে জনতার মুখে গর্জে উঠে স্লোগান ।
জ্বলে উঠে বিরুদ্ধ শক্তির প্রতি অগ্নির শিখা :
আর জনতার হাতে হাতে উড়তে থাকে পতাকা ।
পোস্টার থাকে জনতার হাতে হাতে ,
পা ফেলে পা তুলে জনতা চলে দিক প্রান্তে ।
গগনের দিকে নিক্ষেপ করে হাত : করে মুষ্টিবদ্ধ
অন্যায় অবিচারের প্রতি হয়ে ক্ষুব্ধ ।
আমার মাঝে থাকা জনতা খুব ভয়ঙ্কর !
তুলে তাঁরা কম্পমান হওয়ার ঝড় ।
বিরুদ্ধ শক্তি যতই মাঝপথে ছড়িয়ে রাখে কাঁটাতার,
আর যতই চেষ্টা করে অন্যায় ঢাকার ,
ততই আমি জন বন্যা নিয়ে বিরুদ্ধ শক্তির নিকট হব সামিল ।
ক্ষুব্দ হয়ে গর্জে উঠবো,---হব আমি সাহসী মিছিল !
হব নাম ভীরু: বিরোধী দল যতই ছুড়োক ঢিল ,
তোমরা কি প্রস্তুত? চারিদিকে ঘোষিত হয়ে গেছে বিক্ষোভ মিছিল ।