অর্থের পিছে পড়ে আমি
ছাড়লাম দেশের মাটি ,
অর্থ দিয়ে জীবনটাকে
করতে পরিপাটি  ।


দেশটা ছেড়ে বিদেশ এসে
কাজ যে শুধুই করি ,
হাজার খাটনি খেটে খেটে
আমি যেনো মরি !


পিতা-মাতার মুখ দুটি যে
চোখে শুধু ভাসে  ,
তাদের কথা ভেবে ভেবে
চোখে পানি আসে...!


ভেবেছিলাম স্বদেশ ছেড়ে
বিদেশ হবো সুখী ,
এখন তার যে উল্টো হলো
আমি হলাম দুখী !


স্বদেশ ছেড়ে আমি এখন
বুঝি তিলে তিলে ,
দেশের মতো সুখটি যে আর
কোথাও নাহি মিলে ।