যৌবন আমারে যাচ্ছে চলে তোমার অপেক্ষায়—
আসবে আসবে বলে আমি থাকি ভীষণ যন্ত্রণায় ।
রক্তবর্ণে লেখা তোমার সেই পুরানো প্রেমের চিঠি
আজো আমি হৃদয়ের গভীরে রেখেছি খুব পরিপাটি ।
বাস্তবে তা হচ্ছে ক্ষয় সময়ের স্রোতে স্রোতে _
তা বলে কাউকে দেইনি জায়গা আমার হৃদয়েতে।
ভালোবাসি ভালোবাসি খুব খুব ভালোবাসি—
কোথায় গেলে ? আসবে কবে তুমি প্রেয়সী ?
আজও একা বসে আছি দ্বার খুলে দরজায় —
যৌবন আমার যাচ্ছে চলে তোমার অপেক্ষায় ।