ভালো থাকার চতুর্থ বন্ধন থেকে,
বাহ্যিক ইতস্ততা কাটিয়ে ,
আমার মোহময়ী আবদ্ধতা থেকে
উঠে  আসতে সময় লেগেছিল,
বেশ কিছু শতক।


বিচলিত হয়ে থাকা দলীয় জোটের ফাঙ্গাসে,
রক্তকরবীর শেষ চিঠি-
অহেতুক কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে,
বারংবার রোদ পোড়া শরীরও।


মিথ্যের দৃষ্টিভঙ্গি খসড়ায় লিখেছে,
কিছু দ্রবনীয় শৈল্পিক কৌশল
ভেঙে দিয়ে যাক চিরস্থায়ী -
রোজ দু ফোঁটা চোখের জল।।