ঘুমের ভিতর আর এক ঘুম
তন্দ্রা চেয়ে থাকে,
যোদ্ধা চোখে শুকনো পলি,
জলের প্রবাহ বাঁকে।


দীর্ঘ বিরোধ নিষ্পত্তি হোক
ক্ষয়ীভূত চারিপাশে,
জটিল ধাঁধার উত্তর জেনে
সহজিয়া পরিহাসে।


অন্ধ করা বিবেক হেরে,
বসে থাকে ধর্মান্ধ
একতারাও বেঁধেছে তাই,
নির্গুণ কোন দ্বন্দ্ব।