গভীর কিছু টেনে নিও মনে,
আলিঙ্গনের আবদ্ধতা থাকুক সঙ্গোপনে।


আগুনের অপ্সরা , কঠোরতায় ঘ্রাণ জমি,
মেঘেদের সহবাসে, কালযাপন,আমি থামি।


ভবঘুরে তাত্ত্বিক মেনে নিলে মিথ্যে
ছুঁয়ে যায় তখনই ,  অনাবৃত ঘোরে।


তবু রোজ প্রবচন জুড়ে ,রঙিন কার্নিশ-
হাওয়া বদল, উড়ন্ত এক সূচনা করে।


শপথের বৈধতা, চোখের সামনে ভেসে ওঠে,
স্বাধীনতার মসৃণ পথে , হেঁটে ছিলে এঁকেবেঁকে।


আদরের মেঘপিওন , আক্ষেপে ভরাডুবি,
প্রিয় শহরে, ঠোঁটের দিব্যি , আকর্ষিত চুম্বকে।।