শহরের চোখ জুড়িয়ে আসে , ঘুমের আস্তানা
ফিকে আলোতে রূপসীর কোমড়, উন্মুক্ত  জাহাপনা।


খুলে রাখা অন্তর্বাসে , অবাধ কোনো বায়না জুড়ে,
দূর্ভোগে আগুন নেবে , স্বতন্ত্রতায় ব্যক্তি পোড়ে।


যেদিন দুজন শক্ত হাতে , ছিন্ন মনে বিন্দু হতে ,
নিগড়ে নেওয়া ভালোবাসায় , পরজন্ম অন্য মতে।


ইচ্ছে মনে আয়না চুরি,  মুখমন্ডলে বটের ঝুরি,
প্রাচীনত্বে তুলে রাখা , সঞ্চয়ের নামে কত নুড়ি।


দেনা-পাওনার হিসেব করে, মিল করেছে কত নাম,
গীতবিতান দ্বন্দ্ধে থাকে , বসন্ত জমায় কত খাম।।