এরপর আর কাউকে আটকে রাখতে পারিনি,
আলিঙ্গনের হাতে শিকল পড়েছে ফের ,
ঠোঁটের কোণে পশ্চিমের মেঘ বুজরুকি দিয়ে যায়,
তালিবানদের হাতে মৃত্যুতে পরাজয় ,
বক্ররেখার উপর শিশিরবিন্দুর ভয় -
আলগোছে খিল দিয়ে গায় , সিংহদ্বারের গান ।


উটের সারি মরুপথ ধরে ,
ধাঁধাঁয় ফেলে মরীচিকার ঘোরে,
ঐ তো তুমি , মিলিয়ে দেখি হারিয়ে যাবার নামে ,
পৌঁছলেই সেই ফিরতে হবে , চিঠির শেষ খামে।


দূরে কোথাও মুকুট পড়ে , হারিয়ে গেছে রাজা,
সন্ত্রাসের নামে জন্ম দেবে মৃত্যু উপত্যকা।
রোষের আগুন জ্বললো বুকে , ব্যথাই কেবল সাজা,
পুড়তে থাকা ছাইয়ের পাশে , নির্ভয়ারা একা।।