পৃথিবীর দিকে ঘুরে তাকালাম একবার ,


শতকোটি সাইরেনে যেন বেদনার সুর -


কাজেই আমাকে মেলাতে হয়েছিল, সুরের সাথে সুরের ধ্বনি।


আদিমতা অলৌকিকভাবে ফিরে আসে ,যোগাযোগ আজ নিস্প্রভ,


মূর্তিতে অমলীন, এক সততার পরিচয়ে চকচক করে নতুনত্বের অভ্র।


পৃথিবীর দিকে ঘুরে তাকালাম আরো একবার ,
বাঁশির সুরে পরকীয়ায়, কোনঠাসায় এক ঘর,


দূরত্বের সমীচীনে , আরোপিত এককালীন জ্বর,
তিমির রাতে তুফান স্রোতে নদী লাগোয়া একটা পার।


পৃথিবীর দিকে ঘুরে তাকালাম অন্যভাবে,
মূমুর্ষূ কতকিছু পররাষ্ট্রে পড়ে, অবাধ নয় যোগাযোগ,

দৈনিক ইনকিলাবে রক্তের বিদ্রোহ , বিনিময়ে শব্দ স্রোত,

আলিঙ্গনে লিখে রাখে , রেখে যেও একরাশ গোলাপের কাঁটা, কাঁটাতারের ওপারে।।