মিথ্যে খেয়াল অন্যরকম তুমি
তাসের ঘরে ক্ষণস্থায়ীর মতো,
যেদিন হবো আবার কোনো নদী
পাড়ের ধারে  পলির বুকে ক্ষত।


দিনের শেষে পেতাম আপন গলি
আড্ডা হত রকের ধারে বসে,
অবাঞ্ছিত অভিযোগের সাথে -
হাসির ঝিলিক এমনি করে খসে।


নীরব দায়ে হত্যা মামলায় ধৃত-
ভালোবাসার বয়ান গুলো দামী,
দিনের শেষে প্রমাণ জড়ো করে
ক্রান্তীয় হোক বেদনাদায়ক আমি।


শীতের শেষে বসন্তরা ফেরে
আবার ফেরে প্রেমের আগন্তুক
ভালোবাসার রঙিন তুলির টানে
রাঙিয়ে দেবে ধরণীর বুক।।