প্রাণ_


স্পষ্ট নয় অভিসন্ধি, নির্বোধ হেঁটে যায়,
আস্কারার পালক পড়ো , ভক্তি উজাড় হয়।


যে রূপে কদর্য , কন্ঠী মালা গাঁথা,
ভিন্ন স্বাদের মাঝে , লুপ্তপ্রায় ব্যথা।


বশীকরণ মন্ত্রে মেশে, ভালোবাসার কাঠপুতুল,
আটকে রেখে শান্তি মেলে , জানতে পারলে শোরগোল !


দিবানিদ্রা প্রহর গুনি, আদিমতায় অমোঘ টান,
তরুণ চোখে আটকে থাকে ,  বাঁচার জন্য একটা প্রাণ।