ছাদের পাশে তুমি, কিংবা  বেনীআসহকলা,
দৈর্ঘ্য হবে,  চুল ছুঁতে চাওয়া, আসক্ত একবেলা!


বিষাক্ত ঠোঁটের কালচে ফুঁ , অনৈতিক লিখে দেয়,
নরম চোখে বুলিয়ে দিতে, পালক উড়ে যায়।


জোনাকি জ্বলে, শীতের সময়, আলোর পিয়ানো রাত ;
কে বলেছে ? রঙ দেখে তুমি , ঠিক করবে জাত!


গাঢ় থেকে হালকা হতে, জীবনে বয়ে যায়,
বহমানতা খুঁজে নিয়েছে,  সময় দিয়েছে সায়।


হলুদ গাঙে , তরুলতা, মাঝ আকাশে আঁখি,
সবুজ চেনায় , ঘাসের আগায় , শিশিরের মাখামাখি।


লাল রঙে বিপ্লব মেশে, রক্তের রঙ সম মর্যাদা,
শুদ্ধস্বরে নৈতিক সুরে , এক নাগাড়ে সেই সাদা।।