দিক দর্শন, ভুলে যাওয়া যায়,
ভুলে যাওয়া যায় মাটি প্রভেদের কথা,
তৃতীয় শক্তি আটক করে রাখে-
জোছনায় জুড়ে অজানা কোনো ব্যথা।


কুঁড়ি জুড়ে রঙিন ফুলের ডালি,
অপ্সরার নৃত্য ,কথন ছলে বলে-
দুহাত জুড়ে, ভালোবাসার কালি,
কুঁকড়ে যাওয়া, আসমানীর মতো গলে।


বাইরে কঠোর , মলিনতা মাখা,
শক্ত ছোবল, বসত করার দাবি-
বেঁচে আছে, শুরুর গজানো শাখা,
বসন্ত জুড়ে , সোহাগ দেখাতে যাবি।