ভুলে থাকার কারণ আছে,
তোমার চোখে দুটো নদী-
মিশিয়ে ফেলা ঢেউয়ের ফেনায়,
আবেগ মেশে আবার যদি !


মিঠে রোদে ,নোনা লেগে,
জোনাকিদের কান্না শুনি-
নিভেও আবার  জ্বলে ওঠে ,
হত্যার শেষে হাতটাও খুনী।


তরুণ খিদে সময়ের দায় -
নিরাশ হয়েও আশা জাগায় ,
জামিনের পর হাসি মুখে ,
স্মৃতির পাতায় মাসিক সাজায়।


বিষাদ দিনে একলা ঘরে -
ঢাকের বাদ্যি কানে আসে ,
অভাব যাকে রুখতে পারেনি,
উৎসব তাকে ভালো বাসে।।