অভিমানের আকাশ বুঝি  থাকে তোমার ঘরে?
মেঘ জমিয়ে বৃষ্টি নামায় , গুমড়ে ওঠার পরে।


রোদ ঝিলমিল শরৎ জুড়ে, নিম্নগামী আসকাতুরে,
মেলে ধরি ইচ্ছে করে, গুঁড়ি বৃষ্টির ইস্তেহারে।


জমছে জলে শব্দের খেলা, যে দুটো দিক এমনি খোলা,
দিবানিদ্রার শাসন বলে, 'অন্ধকারে কেবল কানমোলা'।


দুঃখ হবি?এমনি দিনে, ব্যতিক্রমের আলগা স্রোতে,
দিব্যি মানায় লাল শাড়িতে, খোঁপায় ফুলে উৎস হতে।