গৌরী,
কে বলেছে তুমি মরে গেছ?
আমি তো দেখছি;
তুমি নির্মম, নৃশংস শাসকে'র বুকে কাঁপন ধরিয়ে :
এখনও বেঁচে আছো আমাদের প্রতিবাদী চেতনা'য়—
এখনও বেঁচে আছো আমাদের সোচ্চার কণ্ঠস্বরে—


গৌরী,
তোমাকে এতো সহজে'ই কি কেউ
মেরে ফেলতে পারে...!
হয়তোবা তোমার এই নশ্বর শরীর'কে,
কোনমতে আগুনে আহুতি দেওয়া যায়—
কিন্তু
তোমার জেহাদী আত্মা'কে
কখনো'ই ধ্বংস করা যায় না...!
যাবে'ই বা কি করে
মনুষ্যোচিত গুণাবলী নিঃশেষিত না হওয়া পর্যন্ত,
তোমার যে মৃত্যু নেই...!!


..........................................
(বিশিষ্ট সাংবাদিক ও মুক্তমনা গৌরী লঙ্কেশ 2017 সালে 5 ই সেপ্টেম্বর আততায়ীর গুলিতে নিহত হন)
(রচনা কাল : 07/09/2020)...