ইতিহাসে পড়েছি
একটি মানুষ প্রশ্ন তোলায়
ক্রুশে হয়ে ছিল বিদ্ধ ।
তবু, মুখে তাঁর লেগে ছিল
এক চিলতে হাসি ।


ইতিহাসে পড়েছি
একটি মানুষ পাপের বোঝা কাঁধে
শক্রুকেও করেছিল ক্ষমা
অকথ্য অত্যাচার সয়েও ।


ইতিহাস পড়ে দেখেছি
সেদিনের বর্বরতার চিহ্নটি
এখনও মোছেনি—
কোথাও কোন প্রশ্ন জন্মালে
জ্বলে ওঠে ভীষণ রাগে ।


ইতিহাস পড়ে দেখেছি
আজও দুর্বলের পেটে  
খিদের বাস
তবু, দুঃখ ভুলে গাইতে থাকে
মেরি ক্রিসমাস...