আজকে যদি কেউ ক্ষুদিরামের মতোন উঠত জেগে
তবে কি হতো ভারতবর্ষ শোষণে রঙিন চতুর্দিকে?
থাকত কি লেখা নাম, বিশ্ব ক্ষুধার নোটিশ বোর্ডে
হয়তো ছুঁড়ত বোমা কিংফোর্ডস নয়, পুঁজিয় শত্রুকে!


আজকে যদি কেউ ক্ষুদিরামের মতোন উঠত জেগে
থাকত কি সে স্ট্যাচুর মতো মুখটি তুলে এক দৃষ্টিতে?
উল্টে ছিঁড়ত ফাঁসির দড়ি, ভাঙত শোষণের সব গড়
লিখে দিত বেঁচে থাকার ইতিহাস, লড়াইয়ে আলোকে ।


আজ ক্ষুদিরামের আত্মোৎসর্গের দিনে উঠুক দাবী
স্বদেশের স্বকালের সমাজের প্রতিটি ঘরে ঘরে :
অগ্নিযুগের সেই আত্মদানের অনন্য শিশুরা সব
জন্মাক আরেক বার একটি করে একটি করে...