শেষতম ব্যাচ
              — সুজন মন্ডল


আজ,
আর এক স্বাধীনতা'র জন্য
আমাদের'ই নিতে হবে প্রস্তুতি—
যেতে হবে
নিষ্পেষিত গণমানুষের কাছে ।
জাগিয়ে তুলতে হবে তাঁদের এতদিনের ঘুমিয়ে থাকা স্বচেতনা—
তারপর,
দিতে হবে লড়াইয়ের
শ্রেষ্ঠ পথের সন্ধান।


আজ,
আর এক স্বাধীনতার জন্য
আমাদেরই নিতে হবে প্রস্তুতি—
সাজাতে হবে অপ্রতিরোধ্য মিছিলের সারি!
দিতে হবে স্লোগান, গলা ছেড়ে  :
"অন্যায়ের বিরুদ্ধে আমি একা হলেও,
জলন্ত প্রতিবাদ—"


আজ,
আর এক স্বাধীনতা'র জন্য
আমাদেরই নিতে হবে প্রস্তুতি—
রচনা করে যেতে হবে
সাংস্কৃতিক বিপ্লবের ঊর্বর জমি;
যেমন করেছিলেন
রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল...
অগ্নিযুগে'র রূপরেখা...!
তেমনিভাবে আমাদেরকেই
করে যেতে হবে মার্ক্সীয় চিন্তাধারায়
সমাজকে কর্ষণ।


আজ,
আর এক স্বাধীনতা'র জন্য
আমাদেরই নিতে হবে প্রস্তুতি—
আমাদেরই দিতে হবে
শ্লোগান, দাঁড়াতে হবে বন্দুকে'র সামনে।


কিন্তু,
আজ আমরা কি এসবের জন্য আদৌ প্রস্তুত?
প্রস্তুত
প্রস্তুত...?


অবশ্য আজ প্রস্তুত না হলেও,
আমাদেরকেই এই কাজ করে যেতে হবে...
কেন না,
মানুষে'র অস্তিত্ব খোয়ানোর পৃথিবীতে :
আমরাই হলাম শেষতম ব্যাচ—
শেষতম ব্যাচ।


----------------------------------------------------------------
সুজন মন্ডল খিদিরপুর বুনিয়াদপুর
দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারতবর্ষ
২৬/০১/২০২০......