শহর যখন ঘুমিয়ে, ঠিক মধ্যরাত
রাজ হুকুমে জাগে লেঠেল বাহিনী
মুহূর্তে, মুহূর্তে সভ্যতা কুপোকাত!


এখন বোবা হয়ে আছে কবিকূল
পকেটে অনুপ্রেরণার নোট
প্রতিবাদ নয়, লেখে শুধু কাশফুল


পেটের টানে মেধার চোখে পানি-
সাদা কাগজে সই, আসে মুদ্রা রাশি রাশি
অথচ, সব দেখেও ঘুমায় সতর্তাণী!


তবুও, হাজারো বঞ্চিত তরুণ
ক্ষোভে বিক্ষোভে ফোঁসে, নিয়োগ চাই
নইলে দেবে রাজ্যপাটে আগুন!