এ মৃত্যুর মরশুমেও এসেছে
প্রীতিলতার ভাইয়েরা ।
বাঁচার মতোন বাঁচতে চেয়ে
মিছিলে এগোয় তারা ।।
কবিতায় নয়, পথে নেমেছে
আঠারোর দল ।
সূর্য ডোবার আগেই ভাঙবে
স্বৈরাচারীর ছল ।।
ওরাই তো প্রীতিলতার ভাই
ক্ষুদিরামের বোন ।
শোষণের গড়ে মাথা তুলে
জীবন করেছে পণ ।।
ভয় পেয়ে  লেঠেল বাহিনী
বেঁধেছে কারাগারে ।
ভেবেছে ক্ষমতার আঁধারে
ঢাকবে শত সুভাষে'রে ।
যতই করো আজকে পালন
দমনের মহা উৎসব ।
তবু শোষণের শতাব্দী ভেঙে
আসবেই বিপ্লবী রথ ।।