আজও নিশ্চিহ্ন হয়নি শোষণ, আসেনি কোন স্বাধীনতা!
মানুষের পাঁজর ভেঙে ভোটের পত্রিকায়
—প্রকাশিত হয়েছে কেবল চোখ ধাঁধানো রূপকথা!


তাইতো পটাসিয়াম সায়ানাইডে পচেছে শুধুই শরীর
মরেনি কো সে উনিশশো বত্রিশে-
—তুষের আগুনের মতো জীবিত তাঁর চেতনার শির!


কোন একদিন মার্কস-লেনিনের হাত ধরে
শোষকের টুটি চেপে—  ক্ষুধার বুকে রাখবে পা!
—হয়তো সেদিন পাবে একশো ত্রিশকোটি স্বর্গ ফিরে!



------------------------------------
(ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার )
রচনা কাল : 24/09/2020..