এখন স্বাধীনতার
অমৃত মহৎসবে
রচিত হয়
কত গান গল্প কবিতা ।
তবু
আমরা ত্রিসীমানায়
ঘেঁসতে পারি না!


আজ
এ মহাজনী সভ্যতায়
কলম কা সিপাহী
জীবিত নেই বলেই
অনাদরেই জন্মাই,
বেড়ে উঠি-
আবার অনাদরেই
মিলিয়ে যাই...


হায়,
কেউ তা জানতেও
পারে না।







ঝড় আসে মারী আর মড়কের
তবু ঢল নামে মানুষের দেশেতে
দরজায় ধাক্কা, খিদে আর মৃত্যুর
রাষ্ট্র, সেতো মেলা-উৎসবে মেতে ।।