এখন
তাঁকেই ভীষণ প্রয়োজন...


যে আঠারো শতকের অন্ধকারে
পুরুষের গৃহে
লাশের মতো পড়ে থাকা
মনিষ্যিদের চোখে
পুঁতে ছিল সুলতানার স্বপ্ন ।
এমনকি
মুছে ফেলতে চেয়েছিল
সমস্ত অলংকার  ভেঙে  
দাসত্বের চিহ্ন!


হ্যাঁ
এখন তাঁকেই ভীষণ প্রয়োজন
যে এসে আরেকবার জ্বালিয়ে দেবে :
প্রতিক্রিয়ার বিষাক্ত নিঃশ্বাসে
নিভন্ত নবজাগরণের প্রতিটি মশাল ।


এসো আজ,
ঘরে ঘরে তাঁরই আরাধনা করি ।