কয়েকটি তরুণ মুখ
সমুদ্রের মতো ফুঁসে, তুলেছে স্পর্ধার ঢেউ
এ সভ্যতার বুকে জমে থাকা
দীর্ঘদিনের অচলায়তনের পাহাড় ভাঙতে
আর ভাঙতে গিয়েই পরখ করে নিচ্ছে
মরচে পড়া রাষ্ট্রের শেকলে কতো জোর আছে!
কয়েকটি তরুণ মুখ
পথের দাবীর সেই সব্যসাচীর মতোই
আরাম আয়েশের ভবিষ্যৎ
তুড়ি মেড়ে বিসর্জন দিয়ে জ্বালাতে চেয়েছে :
এ আলোধ্বংসকারী আঁধারের উৎসে
আর এক নব জাগরণের মশাল...