ভাগ্যিস, লোকটা ছিল বলে
বাগিচার নিরীহ ফুলগুলো,
বিষাক্ত কীটের মুখ থেকে রেহাই পেয়েছিল!
পেয়েছিল জন্ম-জন্মান্তরের বহুকাঙ্খিত মুক্তির দ্বার-
এমনকি
ঐ লোকটার কোমল হাতের স্পর্শেই
হাজার বছরের জীর্ণ অ আ ক খ গুলো পেয়েছিল প্রাণ-


ভাগ্যিস, লোকটা ছিল বলে
সেদিনের বর্বরতার রাজপাটে লেগেছিল আগুন!
ছাই হয়েছিল কয়েক শতাব্দীর ঐতিহ্যে লালিত সংস্কার-
জেগে উঠেছিল এক ধাক্কাতেই ঘুমন্ত মানবতা...
অথচ কী আশ্চর্য ব্যাপার,
সে লোকটার নামই আজ মনে করতে পারছি না!


তবু আজ কিছু জোনাকির দল
এ দুশো বছরের বিস্মৃত ইতিহাস ছেঁচে
তুলে আনছে, এ বিবেক বিনাশিনী অরণ্যের ভেতরে—
সে লোকটার নাম...
হ্যাঁ, মনে পড়েছে—
লোকটার নাম‌‌‌ তো : বিদ্যাসাগর ।।


-------------------------------------
( নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষে শ্রদ্ধায় স্মরণ করি)