আজও ভুলিনি তোদের,
    আমি বদলে গিয়েও ফিরে পেতে চাই।
সেই রাতভর পাগলামি!
    আর বেখেয়ালী পনা !
সেই তোদেরই ফিরে পেতে চাই।

সেই মাঠের এককোণে,
   ক্লান্ত বিকেলে,
আর ভাঙ্গা গিটার খানা!
সেই আড্ডা গানে মিশে যেতে চান!