আদর্শ লিপি।
এম এম মিজান।
ক তে কুরান,
কোরান হলো আল্লাহর বাণী।
কোরান দিয়ে সাজাও জীবন খানি।
খ তে খেজুর
খেজুর হলো সুস্বাদু ফল।
খেলে বাড়বে তোমার দেহবল।
গ তে গৃহ
সালাম দিয়ে গৃহে প্রবেশ করো।
স্রষ্টার নাম স্মরণ করো।
ঘ তে ঘোড়া।
যুদ্ধ ও যাতায়াতে ঘোড়া ভালো।
ঘোড়ার মাংস হারাম বলা হলো।
ঙ তে ব্যাং
গ্যাঙর গ্যাঙ গ্যাঙর গ্যাঙ ডাকে ।
ব্যাঙ স্রষ্টা কে ডাকতে থাকে।
চ তে চুরি।
চুরি করা হলো গর্হিত কাজ।
ধরা পড়লে পেতে হয় লাজ।
ছ তে ছালাম।
ছালাম দিলে শান্তি পাবে।
হিংসা বিভেদ কমে যাবে।
জ তে জুম্মা।
জুম্মা হলো গরীবের হজ্জ।
ভ্রাতৃত্বে জীবন হয় সহজ।
ঝ তে ঝড়।
ঝড় ঝণ্ডা আসলে পরে।
ভেঙে পরোনা হতাশ স্বরে।
ঞ তে মিঞা।
মিয়া ভুইয়া হয়ে কি লাভ হবে?
যেতে হবে যখন ডাকবে রবে।
ট তে টাকা।
টাকার প্রতি লোভ থাকলে পরে।
শয়তান কুপথে তাগিদ করে।
ঠ তে ঠেলা
ঠেলা ঠেলে মজুর মালামাল আনে।
মজুরি দিও তাদের ভালো মনে।
ড তে ডাব।
ডাবের পানি খুব মিষ্টি হয়।
খেলে পাবে রোগ থেকে নিরাময়।
ঢ তে ঢেউ
বাতাসে পানি ঢেউ খেলে বেড়ায়।
কোন কারিগর পানি সাগরে ফেরায়?
ণ তে হরিণ।
হরিণ ঘাস - লতা গুল্ম খায়।
বানরের সঙ্গে সখ্যতা জমায়।
ত তে তাল।
ভাদ্র মাসের ফল তাল কে বলে।
মনটা ভরে তালের পিঠে খেলে।
থ তে থালা।
থালা ভরা ভাত আল্লার দান।
গাও সবাই প্রভুর গুনগান।
দ তে দই
খাওয়ার শেষে কিছু দই খেলে।
হজমের রোগ থেকে মুক্তি মেলে।
ধ তে ধান।
কৃষকের শ্রমে ঘামে ধান ফলে।
কৃষি কাজ কে তাই সাধনা বলে।
ন তে নৌকা।
মাঝি ভাই সাগরে নৌকা চালায়।
জেলে ভাই সাগরে জাল ফালায়।
প তে পৃষ্ঠা
প্রভুর নামে পৃষ্ঠা খুলে
পড়া শিখো দুষ্টুমি ভুলে।
ফু তে ফুল
ফুল আল্লার সেরা দান।
সৌরভে জুড়ায় মন-প্রাণ।
ব তে বই
বইয়ের সাথে সম্পর্ক দিয়ে।
মানুষ অমর হয় শিক্ষা নিয়ে।