এখন বড় আকাল সময়,
শহরে লাখো জনতার ভীড়।
বড্ড হুড়োহুড়ি চলছে।
সবাই ছুটে চলছে দূরন্ত গতিতে।
কারো দিকে তাকানোর সময় নেই।
মানবতা মাটিতে লুটোপুটি খায়।
সহানুভূতি পালিয়ে গেছে ভিন দেশে।
আত্ম প্রেমে সবাই মগ্ন।
কয়েকটি কড়কড়ে ছাপা নোটে
চাপা পড়েছে কালের সব স্নেহ।
এখানে কবিতা কাদে অবহেলায়।
বইয়ের উপর আজ ধুলোর সংসার চলে।
উইপোকা দারুণ খুশি হয়ে গেছে।।
তেলাপোকা লুকোচুরি খেলে বইয়ের ফাঁকে ফাঁকে।
টিকটিকি দু চারটি ধরে উদোরপূর্তি করে।