আমি যদি হাসি হতাম
  সবার ঠোঁটে থেকে ।
কান্না গুলো কে সড়িয়ে দিতাম
   আনন্দ আসতো ডেকে।


আমি যদি কান্না হতাম
  ঢুকতাম না সবার ঘরে।
আনন্দ কে বলতাম "থাক"
  আমি যাচ্ছি সরে।


আমি যদি হতাম একটা
  কাল বোশেখি ঝড়।
ভুলে চুকেও ভাঙতাম না
  গরীব দু:খীর ঘর।


আমি যদি পঙখ হতাম
  বসতাম ডালে ডালে।
ছোট্ট খুকী কে নাচ দেখাতাম
    হাওয়ার তালে তালে।


আমি যদি পুষ্প হতাম
    অকাতরে গন্ধ ঢেলে।
পঁচা - বাসি দু:খ গুলো
   হৃদয় থেকে দিতাম ফেলে।


আমি যদি হতাম একটা
  পিচঢালা ঝকঝকে পথ।
হাটতে চলতে সবার হৃদয়ে
    তুলতাম ভালো হওয়ার শফথ।


আমি যদি হতাম ক্ষেতের
  সরু চিকন আল পথ।
বলতাম মরার আগে সোজা হও।
প্রতিটি ক্ষেত্রে ই "থাকতে হবে সৎ"।


আমি যদি "হিংসা " হতাম,
ডুবতাম বঙ্গোপসাগরে।
পরস্পরের মায়ার বাধন
   দিতাম শক্ত করে।


আমি যদি সুখ হতাম
  হাওয়ায় ভর করে।
সবার হৃদয়ে দোলা দিতাম,
সুখে হৃদয় যেতো ভরে।


আমি যদি নিদ্রা হতাম ,
চুপটি করে রাত্রি বেলা।
সবার আখি মুদে দিতাম,
রাত জাগতো না কেউ একেলা।।


আমি যদি হতাম একটা
জ্ঞান বিজ্ঞানের কিছু।
অভাবী মায়ের মেধাবী ছেলের
ছুটতাম পিছু পিছু।


হতাম যদি হতাশার বাণী
  ছুটতাম ধনীদের কাছে।
বিনা চিকিৎসায় রোগীর জন্য
বিলাতাম আমার যা আছে!


হতাম যদি একটি কবিতা
   কারো বইয়ের তাকে।
পাঠে সবাই আনন্দ পেত।
  দু:খ কে মনে রাখে?


পেতাম যদি চলতি পথে
যাদুর কোন কাঠি।
ছুয়ে দিয়ে সবার ভিতর
  জীবন আনতাম পরিপাটি।


হতাম যদি একটি নতুন
গায়ে জড়ানোর চাদর।
শত্রুতা - বিদ্বেষ নির্মুল করে
আনতাম মায়া,মমতা আদর।