চৌদ্দ ই ফেব্রুয়ারি এলে পরে,
   ভালোবাসা দিবসের নামে।
নারীর ইজ্জত হরণ করে
  একেবারে ই পানির দামে।


গোলাপ কিংবা অন্যান্য কিছু দিয়ে,
  নিয়ে যায় হোটেল বা পার্কে।
তারপর কতো কিছুই যে হয়,
    বাধা দিতে যায় আর কে?


পার্কের ঝোপঝাড় আড়ালে যেয়ে,
   চালায় যে আদিম কান্ড।
অসাবধানে আবেগের জোয়ারে,
    ভরে যায় দেহের ভান্ড।


ভালোবাসা দিবসের নাম দিয়ে,
  চালায় যে কত অপকর্ম।
বিয়ে বহির্ভূত সম্পর্ক করে,
  মানে না তারা কোন ই ধর্ম।


সহজ সড়ল নারীদের তারা,
   ভালোবাসার নামে ফাঁসিয়ে।
আবেগের ফাঁদে আটকে রেখে,
  দেয় যে জোয়ারে ভাসিয়ে।


ভালোবাসতে   দিবস লাগে কি?
   লাগে নির্দিষ্ট কোন দিন।
প্রতিদিন ই ভালোবাসা দিবস,
    প্রেম পবিত্র ও অমলিন।