তাল নেই মাল নেই
  স্রোতস্বিনী খাল নেই।
মাথার উপর চাল নেই,
তরণীর রঙিন পাল নেই!.
সব হারিয়ে যায়,,,


লাজ নেই
   আগের সাজ নেই,
শ্রদ্ধা ভক্তির তাজ নেই।
অনাদরে ধেই ধেই
    সব মারিয়ে পায়,,,,,


পুণ্য নেই
  সংশোধন হবার দৃকপাত পণ নেই!
বেচে থাকার ক্ষণ নেই!
সুবচনী জন নেই
  সব তাড়িয়ে ধায়,,,,


হৃদয় নাড়া নেই
কর্তব্যের তাড়া নেই,
  ফন্দি আঁটে সবেতেই
স্বার্থের সোফাতে ই
সব ছাড়িয়ে যায়,,,,


,,,,,🍎🍎🍎🍎🍎


ভাবি এক হয় অন্য!
করি এক হয় ভিন্ন।


বলি এক বুজে অন্য
চলি আমি পৌঁছে অন্য!