তোমার আখি দুটো?
  আমি বলি যার নেত্র মোটে জোড়া।
সেই হলো জগৎ কানা,
   ভব মাঝে কপাল পোড়া!


বহিরিন্দ্রিয় অক্ষি যুগল
   থাকতে ও পারে কিংবা না।
অন্তরিন্দ্রিয় নয়ন বহু না হলে
লোকালয় থেকে বেড়িয়ে যা!


অক্ষি গোলক বিনে আলোক
  চলতে পারে ঢের।
হৃদয় কায়ায় অক্ষি না হলে
   জীবনটাই পুরো হেরফের।
কায়ার মাজে সন্ধ্যা - সাজে
   স্থাপন কর নব নব আখি!
স্রষ্টার দেয়া আখি দুটো
   কিতাবের মধ্যে দাও রাখি।।


কিতাব দাও হৃদয় কায়ায়
  স্থায়ী আবাসন।
নব নব আখি এসে
  দুখ করবে নির্বাসন