কৃষ্ণচূড়ায় রঙ লেগেছে
  বসন্ত এলো বলে।
কোকিল পাখি গান গাইছে,
  বসে গাছের ডালে।


বৃক্ষরাজি প্রাণ পেল যেন,
  শীতের তীব্রতা থেকে।
পত্র পল্লব সেজে ওঠে,
  আড়মোড়া ভাব রেখে।


দখিনা হাওয়া দোলা দিয়ে,
  ডেকে আনে ঝিঝি পোকা।
বন বনানী  শোভা পাচ্ছে,
   পুষ্প থোকা থোকা।


সূর্য মামা উঠবে এখন,
    দিবে না কখনো ফাকি।
ইরি বোরো চাষ হবে ক্ষেতে,
  আলোর জীবনে থাকি।


শিমুল ডালের ফাঁকে ফাঁকে,
  পাখিদের গান শুনে।
উদাস দুপুরে শ্যামা মেয়ে,
  যাবে স্বপ্ন বুনে।